বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক আয়োজিত OBE গঠন ও বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক আয়োজিত OBE গঠন ও বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গত ২৪ ও ২৫ নভেম্বর "Development and Implementation of OBE Curriculum" শীর্ষক একটি কর্মশালা আয়োজন করে। উক্ত কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক, আরিফা ফেরদৌসী, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জনিয়ারিং বিভাগ;  মো. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক, ফার্মেসী বিভাগ; আবু জাফর মো. সাদী, সহকারী অধ্যাপক,  ইংরেজী বিভাগ;  মো. তোতা মিয়া, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ ও মো. বকুল হোসেন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ,  অংশগ্রহণ করেন। ২দিন ব্যাপী আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, সম্মানিত সদস্য, ইউজিসি।  প্রথম দিনের আলোচনায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাইন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি স্কুল-এর ডিন প্রফেসর ডক্টর  আফরোজা পারভিন এবং কর্মশালার ২য় দিনের আলোচনার বক্তব্য রাখেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC-এর পরিচালক প্রফেসর ড. মাজহারুল ইসলাম। কর্মশালায় OBE- পাঠ্যক্রমের উন্নয়ন ও বাস্তবায়নকল্পে কী কী পদক্ষেপ গ্রহণ করলে তা ফলপ্রসূ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।