ব্যবসায় প্রশাসন বিভাগে ইনডোর গেমস অনুষ্ঠিত

ব্যবসায় প্রশাসন বিভাগে ইনডোর গেমস অনুষ্ঠিত

গত বুধবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব আয়োজিত ইনডোর গেমসের শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিজনেস ক্লাবের সদস্যবৃন্দ।
দাবা দিয়ে শুরু হওয়া এই ইনডোর গেমস চলবে সপ্তাহব্যাপী। প্রতিযোগিতার খেলাগুলোর ভিতরে দাবা ছাড়াও রয়েছে ক্যারাম, লুডু, বাগাডুলি, ডার্ট বোর্ড এবং পিলো পাসিং।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগ এ ধরনের আয়োজন নিয়মিত করে থাকে।