বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে বরণ-বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে বরণ-বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত

গত ২রা ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিএসএস ২১, ২২, ২৩, ২৪, ও ২৫ তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও এমএসএস ২২, ২৩ ও ২৪ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের ১০৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমাজবিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর মো. শহীদুর রহমান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফয়জার রহমান । অনুষ্ঠানটি ৩টি পর্বে বিভক্ত ছিল। ১ম পর্বে ছিল বরণ ও বিদায় সংবর্ধনা, ২য় পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান ও ৩য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১ম পর্বের অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে স্বাগত জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। ২য় পর্বের আলোচনা অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিভাগের শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। ৩য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তি, অভিনয়, কৌতুক ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে, অনুষ্ঠানের সভাপতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফয়জার রহমান অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী, সম্মানিত অতিথিবৃন্দ এবং অনুষ্ঠান সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।