রাজশাহী নগরীর বর্ণালী মোড় এলাকায় অবস্থিত ছোটমনি নিবাসের পরিবার-পরিজনহীন শিশুদের মাঝে একটু আনন্দ ও ভালবাসার দ্যুতি ছড়িয়ে দিতে ০৭/১২/২০২১ তারিখ, মঙ্গলবার দুপুর বারোটায় সেখানে যান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এক ঝাঁক শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও বিভাগীয় প্রধান।
শৈশবের সবচেয়ে আনন্দঘন দিন; জন্মদিনের আনন্দ দিতে শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং উপহারস্বরূপ দেওয়া হয় শীতের পোশাক। পরিবার বঞ্চিত অনাথ এই শিশুদের প্রতি অপত্য স্নেহ দেখা যায় শিক্ষার্থীদের চোখে, তারা নিজ হাতে শিশুদের পড়িয়ে দেয় নতুন শীতের পোশাক। পরিবারের সদস্যের মতো পাশে থেকে তারা পরিবেশন করে বিভাগের পক্ষ থেকে আয়োজিত দুপুরের খাবার। লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় আবদ্ধ হয়ে উঠে তাদের মন। ব্যবসা প্রশাসন বিভাগের এই আয়োজনে পুরো "ছোটমনি নিবাস" মুখরিত হয়ে ওঠে শিশুদের আনন্দ ও কোলাহলে।
শিশুদের আনন্দে আনন্দিত হন ছোটমণি নিবাসের সংশ্লিষ্ট সবাই।
ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান; ড. কানিজ হাবিবা আফরিন বলেন, " শিশুদের প্রতি ভালোবাসা, সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের সহানুভূতিশীল করে গড়ে তোলার লক্ষ্যেই ব্যবসায় প্রশাসন বিভাগ পরিবারের এই আয়োজন। তিনি আরো বলেন, আমরা যেন সবাই আমাদের নিজেদের জায়গা থেকে মানবিক হই। অনাথ শিশুদের পরিবার হতে না পারলেও পারিবারিক স্নেহের স্পর্শ আমরা চাইলেই দিতে পারি, তাদের শৈশবকে করতে পারি আনন্দময়। "
ছোটমনি নিবাসের দায়িত্বরত ব্যক্তিবর্গ তাদের আন্তরিক স্নেহ, ভালোবাসা দিয়ে বাবা-মা হারা শিশু গুলোকে বড় করে তুলছেন। তাদের এই আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে সম্মান ও প্রশংসার দাবিদার। আজকের শিশুই আগামীর কর্ণধার।প্রতিটি শিশুর রয়েছে একটি সুন্দর জীবন যাপনের অধিকার। সমাজের প্রতিটি স্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসা পারে এই শিশুদের মুখে হাসি ফুটাতে এবং তাদের জীবনকে বর্ণময় করে তুলতে। আমরা চাই প্রতিটি শিশু বেড়ে উঠুক হাসি, আনন্দ এবং সুনিশ্চিত ভবিষ্যতের আশায়।