গত ৯ ডিসেম্বর, ২০২১ তারিখে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের ‘গবেষোনা পদ্ধতি’ কোর্সের অংশ হিসেবে, বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ এর নির্দেশনায় এবং অত্র ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় প্রশ্নপত্রের মাধ্যমে মাঠ জরিপ ও মুখ্য উৎস থেকে তথ্য সংগ্রহের অন্যন্য কৌশল রপ্ত করার লক্ষ্যে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীবৃন্দ রাজশাহী জেলার, শাহখদুম থানার, ডাঙ্গিপাড়া গ্রাম পরিদর্শন করে। এসময় শিক্ষার্থীরা গ্রামীণ জনগণের পেশা, আচার অনুষ্ঠান, নারীদের সামাজিক অবস্থান ও করোনাকালে শিক্ষার্থীদের উপর প্রভাব নিয়ে পূর্বে প্রস্তুতকৃত প্রশ্নপত্রের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ করে। তথ্য সংগ্রহের মাধ্যমে, গ্রামীণ আচার অনুষ্ঠান যেমনঃ বিয়ে, মেলা, কুলখানি, ও ঈদ উদযাপনের ধরনসমূহ উঠে আসে। এছাড়াও করোনাকালে বালিকারা কিভাবে বাল্যবিবাহের স্বীকার হয়েছে তাও উঠে আসে। এসময় গ্রামীন নারীদের ক্ষমতায়নের ব্যাপারে কথা বলতে গিয়ে স্থানীয় মহিলারা বলেন যে, বর্তমানে শহর ও গ্রামের নারীগণ সমানতালে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ ক্ষমতায়নের দিক দিয়ে কেউ কারো চেয়ে কম যায় না। কোন কোন ক্ষেত্রে গ্রামীণ নারীরা নিজেদেরকে শহরের নারীদের তুলনায় এগিয়ে রেখেছেন। তাছাড়াও গ্রামীণ জনগণ তাদের নানান পেশা এবং সেই সংক্রান্ত নানান চাহিদা, পাওয়া-না পাওয়া ও আনুসাঙ্গিক বিষয় নিয়ে কথা বলেন। অত্র বিভাগের প্রভাষক মোঃ আসফাক সালেহীন। সামগ্রিক মাঠ পরিদর্শনে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শেষে বিভাগের শীক্ষার্থীরা এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। বিভাগীয় প্রধাণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দেন এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করেন এবং শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের বাস্তব অভিজ্ঞতা শোনেন। সবশেষে বিভাগীয় প্রধান তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।