গত ১২ ডিসেম্বর ২০২১ রবিবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ শিক্ষার্থীদের আরডুইনো বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদানের জন্য ওয়ার্কশপের আয়োজন করে। তালাইমারীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স ভবনে উক্ত ওয়ার্কশপটি আয়োজিত হয়।
সকাল ১০ টায় বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা সুলতানার স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ইইই বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর ওয়ার্কশপের প্রশিক্ষক জনাব সাইফুল্লাহ মোঃ কামাল প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন।
সারা দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বিকাল ৪ টায় কার্যক্রম সমাপ্ত হয়। এরপর ওয়ার্কশপ থেকে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান যাচাইয়ের জন্য কুইজ-এর আয়োজন করা হয়।
বিকাল ৫ টায় ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান। ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং কুইজে বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। এরপর বিভাগের কো-অর্ডিনেটর ওয়ার্কশপের প্রশিক্ষক জনাব সাইফুল্লাহ মোঃ কামালকে সন্মাননা স্বারক প্রদান করেন।
সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানের সকল অংশগ্রহণকারী এবং ওয়ার্কশপ সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।