বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রয়োগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রয়োগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রয়োগ’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুহাঃ হাসানুজ্জামান (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, রাজশাহী) ।

উক্ত সেমিনার শুরু হয় বিভাগের সহকারী অধ্যাপক রাবিতা রেজওয়ানা-এর ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’ এর উপর প্রারম্ভিক আলোচনার মাধ্যমে। বিজ্ঞ বিচারক মহোদয় প্রথমে তার বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এই আইনের অধীনে মামলায় শাস্তি কম হচ্ছে। কারণ হিসাবে তিনি বলেন, এই আইনের অধীনে মামলায় অনেক সময় পক্ষরা নিজেদের মধ্যে আপোষ করে নেন।' তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, 'এই আইন সম্পর্কে জনগণকে সচেতন করার দায়িত্ব তোমাদের এবং এই আইনের অধীনে অপরাধীদের কারাগারে রাখার পরিবর্তে প্রবেশন অফিসারদের অধীনে রেখে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করার আদেশ দেওয়ার সুযোগ আছে।'
বিভাগের মাননীয় কো-অর্ডিনেটর স্যার তার সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ ছিল এমন একটি সমাজ গঠন করা যেখানে সামাজিক ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা সকল নাগরিকের জন্য নিশ্চিত থাকবে। কাজেই সমাজে যেন নারী এবং শিশু সব সময় সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ।'