বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজয় সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজয় সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গত ১৬ ই ডিসেম্বর দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, অনলাইন আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ৮ টা ৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কাজলা ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন শুরু হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে বিজয় শোভাযাত্রা বের করা হয়। সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়। এরপর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শোভাযাত্রা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা সভা ও অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মাগুরা ১-এর মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সাইফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানীত সদস্য জনাব প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। আরো যুক্ত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান এবং কো-অর্ডিনেটরবৃন্দ। যুক্ত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পারমিতা জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ।

স্বাগত বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। আলোচনা পর্বে আলোচকগণ ভাষা আন্দোলন, সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের ইতিহাস, তরুন প্রজন্মর দেশের প্রতি কর্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সাইফুজ্জামান বলেন, ‘তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্ভুত হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করত হবে। দেশপ্রেম ব্যতীত কোন জাতিই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।’ তিনি আরও বলেন, ‘সরকারের যে কোন কর্মকান্ড অপছন্দ হতে পারে। কিন্ত কোনভাবেই দেশের প্রতি দায়িত্বে অবহেলা করা যাবে না।’ বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানীত সদস্য জনাব প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ‘আমাদের নিরক্ষরতার হার এখন অনেক কম। অনেক ক্ষেত্রেই আমাদের উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের অভাব বলতে যেটা  আছে, তা হলো দেশপ্রেম। সাধারণ মানুষের দেশপ্রেমের অভাব খুব কম। কিন্ত যারা সুযোগ-সুবিধা পান তারা দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থের দিকে বেশি নজর দেন।’  

আলোচনা পর্বের পাশাপাশি অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে। পরিশেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার বক্তব্য প্রদান করেন। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, ‘বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু।’