বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের দৈনিক সোনারদেশ পত্রিকা অফিস পরিদর্শন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের দৈনিক সোনারদেশ পত্রিকা অফিস পরিদর্শন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজশাহীর দৈনিক সোনার দেশ পত্রিকার পৃষ্ঠাসজ্জা কৌশল পরিদর্শন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর ) রাত সাড়ে আটটায় বিভাগের ৯ম ও ১০ম সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

এসময় বিভাগের শিক্ষক ছালমা জান্নাত ও রমজান আলী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও বার্তা সম্পাদক দুলাল আব্দুল্লাহ শিক্ষার্থীদের পত্রিকা অফিসটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করান। এছাড়াও শিক্ষার্থীদের হাতে কলমে পৃষ্ঠাসজ্জার বিভিন্ন কৌশল সম্পর্কে শিখিয়ে দেন।

এসময় বিভাগের শিক্ষক রমজান আলী বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রায়োগিক জ্ঞানের জন্য পৃষ্ঠাসজ্জার বিভিন্ন উপায় ও কৌশলগুলো জানা জরুরি। নিউজের গুরুত্বের উপর পৃষ্ঠাসজ্জা নির্ধারণ হয়ে থাকে। সাংবাদিকতা শিক্ষার্থীদের পৃষ্ঠাসজ্জা জানা অপরিহার্য।

বিভাগের শিক্ষার্থী সৌহরাওয়ার্দী আহম্মেদ সাগর জানান, পত্রিকার ক্ষেত্রে পৃষ্ঠাসজ্জা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে এসে আমরা সম্পাদনার বিভিন্ন কাজ ও পত্রিকার পৃষ্ঠাসজ্জা কিভাবে করা হয় তা দেখতে পেরেছি। যা আমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে অনেক ভুমিকা রাখবে বলে আশা করছি।