গত ১০ জানুয়ারি ২০২২ সোমবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ক্যারিয়ার সেন্টার এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় Short Training Course on PLC -এর ১০ দিনব্যাপী ট্রেনিং এর উদ্বোধনী অনুষ্ঠান ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। আরও উপস্থিত ছিলেন অত্র বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান,
সহকারী অধ্যাপক রিজওয়ানা সুলতানা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ট্রেনিং এ অংশগ্রহনকারী ছাত্র -ছাত্রী ও আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ। দুপুর ৩ টায় বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা সুলতানার স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। তিনি তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন সফলতা প্রচেষ্টার সমানুপাতিক। জীবনে উন্নতি করতে প্রচেষ্টার বিকল্প নেই। এরপর বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড.
মুহাম্মদ আবদুল গোফফার খান। তিনি তাঁর বক্তব্যে এই ট্রেনিং প্রোগ্রামের গুরুত্ব সকলকে অভিহিত করেন এবং আয়োজক কমিটির নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। অতঃপর তিনি আয়োজক কমিটির কয়েকজনের অভিব্যক্তি প্রকাশের সুযোগ দেন এবং ট্রেইনারদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
পরিশেষে বিকাল ৪ টায় অনুষ্ঠানের প্রথম দিনের কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয় ।