গত ১৬ জানুয়ারি ২০২২, রবিবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ‘Industrial Visit’ এর আয়োজন করে। উক্ত ‘Industrial Visit’ এ বিভাগের ৯ জন সম্মানিত শিক্ষক ৪৩ জন শিক্ষার্থী নিয়ে ‘Bangladesh-India Power Transmission Center (HVDC Back to Back Station, Bheramara, Kushtia)’ পরিদর্শন করেন।
তালাইমারীতে অবস্থিত বিশ্ববিদ্যালটির ইঞ্জিনিয়ারিং ভবনের প্রধান ফটক থেকে সকাল ৭.৩০ টায় যাত্রা আরম্ভ হয়। সকাল ১০.৩০ টায় শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস ও মিনিবাস পরিদর্শন স্থলে পৌছায়।
এরপর প্রয়োজনীয় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকলে ‘HVDC Back to Back Station’ এ প্রবেশ করে। উক্ত ‘Station’ এর কর্মকর্তাবৃন্দ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাদর সম্ভাষণ জানায়।
সকালের নাস্তা শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা দুইটি দলে ভাগ হয়ে উক্ত ‘HVDC Back to Back Station’ এর প্রশিক্ষকদের নেতৃত্বে সম্পূর্ণ ‘Station’ পরিদর্শন করে। এসময় প্রশিক্ষকবৃন্দ সকলকে উক্ত ‘Station’ এর কার্যপ্রণালী সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে। এরপর উক্ত ‘Station’ এর সেমিনার কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি স্লাইড প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।
দুপুর ২ টায় মধ্যাহ্ন ভোজের বিরতি প্রদান করা হয়। এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষকবৃন্দ ‘HVDC Back to Back Station’ এর কর্মকর্তা ও প্রশিক্ষকদের হাতে সন্মাননা স্বারক ও প্রীতি উপহার তুলে দেন। বিকাল ৪ টায় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ‘HVDC Back to Back Station’ এর কর্মকর্তদের ধন্যবাদ প্রদান এবং প্রয়োজনীয় নিরাপত্তা বিধি সম্পন্ন করে ফিরতি যাত্রা আরম্ভ করে।
সন্ধ্যা ৭.৩০ টায় শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস ও মিনিবাস তালাইমারীতে অবস্থিত বিশ্ববিদ্যালটির ইঞ্জিনিয়ারিং ভবনের প্রধান ফটকে ফিরে আসে। অতঃপর ইইই বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা সুলতানা উক্ত ‘Industrial Visit’ এর সমাপনী ঘোষণা করেন।