বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক রাইটিং স্ট্র্যাটেজি ফর ইমপ্যাক্টেড জার্নাল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক রাইটিং স্ট্র্যাটেজি ফর ইমপ্যাক্টেড জার্নাল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গত ১৮ জানুয়ারি ২০২২, বিকাল ৪ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ(সিআইআর)-এর  অধীনে আয়োজন করে অ্যাকাডেমিক রাইটিং স্ট্র্যাটেজি ফর ইমপ্যাক্টেড জার্নাল শীর্ষক সেমিনার। প্রধান অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্ম টিমসে যুক্ত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব প্রফেসর ড. মামুন বিন ইবনে রিয়াজ। সেমিনারটি সঞ্চালনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত কোঅর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ।  সেমিনারে সশরীরে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই ও ইইই বিভাগের শিক্ষকবৃন্দ।
সেমিনারে জনাব প্রফেসর ড. মামুন বিন ইবনে রিয়াজ রিসার্চ-এর বিষয়ে সার্বিক ও গঠনমূলক দিক নির্দেশনা প্রদান করেন। জার্নাল আর্টিকেল এবং পাবলিশ-এর বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করেন তিনি। বিশেষ করে গবেষণা পাবলিশ-এর ক্ষেত্রে আর্টিকেল সিলেক্ট বা রিজেক্ট হওয়া থেকে শুরু করে গ্রহণযোগ্যতা ও র‌্যাংকিং নিয়ে বিস্তর আলোচনা করেন। এছাড়া দেশের বাহিরে উচ্চতর কোর্স-এ স্কলারশিপ বা সুবিধা পাওয়ার ধাপগুলো বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সেমিনারে তিনি সিএসই ও ইইই বিভাগের শিক্ষকদের রিসার্চ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শেষে উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার বক্তব্য প্রদান করেন। তিনি জনাব প্রফেসর ড. মামুন বিন ইবনে রিয়াজকে ধন্যবাদ প্রদান করেন এবং  সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।
সেমিনারের সঞ্চালক এবং আইন বিভাগের সম্মানিত কোঅর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ প্রধান বক্তা প্রফেসর ড. মামুন বিন ইবনে রিয়াজের হাতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ উপহার সামগ্রী তুলে দেন।