বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্প্রিং-২০২২, ১ম সেমিস্টার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সকল স্বাস্থ্যবিধি মেনে রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে অনুষ্ঠিত হয়৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন। এ সময় বিভাগের সহকারি অধ্যাপক নাসরিন ইসলাম, সহকারি অধ্যাপক রাকিবুল ইসলাম, প্রভাষক মো. আব্দুস সোবহান, প্রভাষক এস. এম. আশরাফ হোসেনসহ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ ইলিয়াছ হোসেন বলেন, ‘অর্থনীতি’ একটি সৃজনশীল এবং যুগোপযোগী বিষয়। তিনি বলেন, আমাদের জীবনে প্রায় সব ক্ষেত্রে অর্থনীতির ব্যবহার আছে। বিষয়টি একজন শিক্ষার্থীকে যুক্তিসংগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই বিভাগ থেকে তোমরা বিভিন্নভাবে তোমাদের ক্যারিয়ার গঠন করতে পারবে। তোমাদের সময়োপযোগী চাকরির বাজারে তাল মিলিয়ে চলার জন্য আমরা তোমাদের গণিত, ইংরেজি এবং কম্পিউটার বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। এই বিভাগের শিক্ষক-শিক্ষিকা খুবই বন্ধুত্বভাবাপন্ন। তোমাদের সকল প্রয়োজনে সবসময় বিভাগ তোমাদের সাহায্য করবে। তোমাদের সকলেই প্রতিভাবান। সকলের প্রতিভা বিকশিত করতে সকল শিক্ষক তোমাদের সহায়তা করবেন। তিনি আরো বলেন, জীবনে সফলতার শিখরে পৌছাতে হলে শিক্ষার্থীদের নিয়মিত পরিশ্রম এবং কঠোর সাধনার প্রয়োজন।
বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও সেসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বিভাগের বর্তমান শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের মতামত এবং সদুপদেশ তুলে ধরেন এবং বিভাগের নবীন শিক্ষার্থী মারুফ বলেন, ‘অর্থনীতি’ বিষয়টার প্রতি তার প্রবল আগ্রহ থাকার কারনে সে এই বিষয়ে ক্যারিয়ার গড়তে চাই।আরেক শিক্ষার্থী বলেন,আমার ছোট থেকেই ‘অর্থনীতি’ বিষয়টার প্রতি প্রবল আগ্রহ ছিলো। একটা দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হয়, সেটা জানার প্রবল ইচ্ছা ছিলো। আর এই ইচ্ছা থেকেই আমি অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছি। এ সময় বিভাগের বর্তমান সেমিস্টারের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।