গত ৬ ফেব্রুয়ারী ২০২২, এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে প্রফেসর ড. মো. ফয়জার রহমান-কে ০৪(চার) বছরের জন্য নিয়োগ প্রদানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।
প্রফেসর ড. মো. ফয়জার রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ৩০ জুন ২০২১ এ তিনি অত্র বিভাগে থেকে অবসর গ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধানেরও দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. মো. ফয়জার রহমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন ১৪ ডিসেম্বর ২০২০। উল্লেখ্য যে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮০ সালে অত্র বিভাগেই শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে ১৯৯৭ সালে পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন।