আজ ১০ ফেব্রুয়ারি ২০২২, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে প্রফেসর ড. মো. ফয়জার রহমান দায়িত্ব গ্রহণ করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী ০৪(চার) বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত হলেন। তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক জনাব মো. শামীম আহসান পারভেজ ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পারমিতা জামান প্রমুখ। সে সময় সংশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. মো. ফয়জার রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ৩০ জুন ২০২১ এ তিনি অত্র বিভাগে থেকে অবসর গ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধানেরও দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. মো. ফয়জার রহমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন ১৪ ডিসেম্বর ২০২০। উল্লেখ্য যে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮০ সালে অত্র বিভাগেই শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে ১৯৯৭ সালে পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার বিদ্যমান যা বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের জন্য একটি মাইল ফলক। প্রশাসনের ৩টি গুরুত্বপূর্ণ পদ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হওয়ায় বিশ^বিদ্যালয়ের গঠন, পঠন ও প্রশাসনিক
দক্ষতার সক্ষমতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের আস্থা অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেল।