গত ১২ ফেব্রুয়ারী ২০২১, শনিবার, রাত ৭.০০ ঘটিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার কথন” শিরোনামে লাইভ ওয়েবিনারের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এম.ওসমান গনি তালুকদার। ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো: শহীদুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হয়। এরপর মাননীয় উপাচার্য উনার মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক (শিক্ষা ছুটিতে) মিফতাহুল জান্নাত মৌনী। এ ওয়েবিনারের মূল আলোচ্য বিষয় ছিলো বিসিএস; বিশেষ করে ইংরেজি বিভাগ থেকে ডিগ্রিপ্রাপ্ত রা কিভাবে বিসিএস এর জন্য প্রস্তুতি নিবে। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল কালাম আজাদ, বিসিএস (আনসার) ক্যাডার, সহকারী পরিচালক, ১১ আনসার ব্যাটালিয়ন; উনি বর্তমানে হিলি, হাকিমপুর, দিনাজপুরে কর্মরত আছেন।
অতিথি বক্তা মো: আবুল কালাম আজাদ বিসিএস এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন; বিশেষ করে অ্যাকাডেমিক পড়াশুনার পাশাপাশি কিভাবে শুরু থেকেই বিসিএস এর প্রিপারেশন নেওয়া যায়, কি কি বই-ম্যাটেরিয়াল এর সাহায্য নেওয়া প্রয়োজ। এছাড়াও প্রিলি রিটেন ভাইভা এর প্রিপারেশন সংক্রান্ত আরো অনেক বিষয়ের উপরেই অনুষ্ঠানটিতে আলোকপাত করা হয়।
সম্পুর্ণ অনুষ্ঠানটি বিভাগের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিভাগের বর্তমান কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানে দেখা গিয়েছিলো; এবং ছাত্র-ছাত্রীরা কমেন্ট বক্সে বিসিএস বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন, এবং অতিথি বক্তা সেসবের যথাযোগ্য উত্তর প্রদান করেন। এই লাইভ অনুষ্ঠান-এ অতিথি বক্তা প্রায় দুই ঘন্টা যাবৎ আনুষঙ্গিক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন, এবং আলোচনা শেষে প্রফেসর মো: শহীদুর রহমান অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।