বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কর্তৃক গ্রীনভ্যালি পার্ক, লালপুর, নাটোরে দিনব্যপী ‘আনন্দ ভ্রমন’ আয়োজিত।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কর্তৃক গ্রীনভ্যালি পার্ক, লালপুর, নাটোরে দিনব্যপী ‘আনন্দ ভ্রমন’ আয়োজিত।

ফার্মেসি বিভাগের ফার্মা বি ক্লাবের উদ্যোগে ০৫ মার্চ রোজ শনিবার গ্রীনভ্যালি পার্ক, লালপুর, নাটোরে  আনন্দ ভ্রমণ আয়োজন করা হয়েছিল। 

আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ , ফার্মা-বি ক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান , কোষাধ্যক্ষ সানজিয়া মেহজাবিন , বিভাগের প্রভাষক জোত্যির্ময় বর্মন  এবং বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ। 

সকাল ঠিক ৮.০০ঘটিকায় ফার্মেসী বিভাগ থেকে বাসযোগে গ্রীন ভ্যালি পার্ক, নাটোরের উদ্দেশ্যে যাত্রা শুরু  হয়। এবং প্রায় ১১.০০টা নাগাদ গ্রীন ভ্যালি পার্কে পৌঁছায়। 

সেখানে পৌঁছানোর পর  সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ সকলের উদ্দেশ্যে কিছু মূল্যবান ও উৎসাহমূলক বক্তব্য রাখেন। তিনি মনে করেন লিখাপড়ার পাশাপাশি এমন ভ্রমন শিক্ষার্থীদের মনকে সতেজ, প্রাণোজ্জ্বল ও গভীর মনোযোগী হতে সাহায্য করবে। বক্তব্য শেষে  শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ পার্কের নির্ধারিত ভেন্যুতে একত্রিত হয়। এবং পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে কার্যক্রম শুরু করে। দুপুরের দিকে ফার্মা-বি ক্লাবের উদ্যোগে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠান শেষে , সম্মানিত কো-অর্ডিনেটর  ও ফার্মা-বি ক্লাবের এর সভাপতির বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ তাদের দিনব্যাপী কার্যক্রম শেষ করে। অবশেষে, সন্ধ্যা সাত ঘটিকায় গ্রীন ভ্যালি পার্ক, নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। ঠিক রাত নয় ঘটিকার সময় সকলেই বিভাগে উপস্থিত হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়।