গত ২৩ মার্চ, ২০২২ তারিখে, স্প্রিং ২০২২ সেশনে ভর্তিকৃত শতাধিক শিক্ষার্থীদের নবীনবরণ এবং অত্র বিভাগের প্রথম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের মাননীয় প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. ফয়জার রহমান। অনুষ্ঠান, সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে আরম্ভ হয়। এরপরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের দিক নির্দেশনমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।