বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে অভিভূত জার্নালিজম বিভাগের শিক্ষার্থীবৃন্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে অভিভূত জার্নালিজম বিভাগের শিক্ষার্থীবৃন্দ

সরকার অনুমোদিত উত্তরাঞ্চলের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনকালে জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের শিক্ষার্থীবৃন্দ গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার(২৯ মার্চ) সকাল ১০টায় নগরীর খড়খড়ি বাইপাসে নির্মানাধীন এই স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে যান জার্নালিজম বিভাগের কো-অর্ডিনেটর,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া প্রথমবারের মতো স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে আসেন বিভাগের নতুন দুইজন শিক্ষক উজ্জ্বল হোসেন,অধরা মাধুরী পরমাসহ স্প্রিং-২০২২ সিমেস্টারের শিক্ষার্থীরা।

নির্মানাধীন ক্যাম্পাস পরিদর্শনকালে জার্নালিজম বিভাগের শিক্ষার্থীবৃন্দ অভিভূত হয়ে পড়েন । স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে যাওয়া দেখে তারা আনন্দ প্রকাশ করেন। খুব দ্রুতই আন্তর্জাতিক মানের এই দৃষ্টিনন্দনে ক্যাম্পাসে একাডেমিক কর্মসূচি শুরু হবে বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে বিভাগের প্রথম সিমেস্টারের শিক্ষার্থী আমিনা জাহান শাওনি বলেন, আজ প্রথমবার আমাদের স্থায়ী ক্যাম্পাস দেখতে এসেছি। এখানে আসার পর থেকেই আমি কল্পনা করছিলাম যে ক্যাম্পাসটি পুরোপুরি নির্মিত হয়ে গেলে কত সুন্দর হবে। এছাড়াও এখানে এসে দেখলাম আমাদের জন্য উন্নতমানের ল্যাব তৈরী করা হচ্ছে যা দেখে হাতে কলমে কাজ করার ইচ্ছা আরও বেশি বৃদ্ধি পেয়েছে৷এখন শুধুই এখানে ক্লাস করার অপেক্ষায় আছি।

নতুন ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। এ অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথকে আরও সুগম করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। জানতে চাইলে বিভাগের অষ্টম সিমেস্টারের শিক্ষার্থী শাকিল আহমেদ শুভ বলেন, স্থায়ী ক্যাম্পাস আমাদের নতুন উদ্যমে পড়াশোনা করার আগ্রহ তৈরি করবে।স্থায়ী ক্যম্পাস নতুন করে আমাদের নিজস্ব পরিচয় তৈরি করবে। এছাড়াও স্থায়ী ক্যাম্পাস তৈরী হলে পড়াশোনার মান বাড়ার সাথে সাথে দেশ-বিদেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে যাবে।

পরিদর্শনকালে জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন,স্থায়ী ক্যাম্পাসে আমরা নানা ধরণের সুযোগ-সুবিধা পাবো বলে প্রত্যাশা করছি। এখানে কাজের পরিধি অনেক বেশি বৃদ্ধি পাবে।এছাড়াও যেকানো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকলে তার শিক্ষা ও গবেষণা কার্যক্রম অনেক বেশি জোরালো হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন স্পৃহা তৈরী হয়। তিনি আরো বলেন, স্থায়ী ক্যাম্পাসটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আরও বেশি উদ্বুদ্ধ করবে।

জার্নালিজম বিভাগের শিক্ষক ছালমা জান্নাত বলেন, স্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকতা বিভাগের জন্য দুটি উন্নতমানের ল্যাব তৈরি করা হচ্ছে। ল্যাবগুলোতে শিক্ষার্থীরা ব্যবহারিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে। বিভাগীয় শিক্ষক মো. রমজান আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন উন্নত মানের ল্যাব আমাদের শিক্ষার্থীদের আরও বেশি প্রশিক্ষিত করে তুলবে ।

প্রসঙ্গত, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের মহাপরিকল্পনার আলোকে রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ এগিয়ে চলছে।