রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক মিলনমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক মিলনমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গত ২৮ মার্চ, ২০২২ তারিখে বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলা ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিভাবক মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার এবং বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ-র সভাপতিত্বে ও শিক্ষার্থীদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষার্থীরা। অতঃপর অতিথিগণ তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদান শেষে মাননীয় উপাচার্য ও বিভাগীয় প্রধান ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়