বৈশ্বিক করোনা মহামারির কারণে এতদিন থমকে যাওয়ায় এবারে সিএসই বিভাগ এবং রোবটিক সোসাইটি অফ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে সরাসরি ক্যাম্পাসেই অনুষ্ঠিত হল Robo Soccer 2022. গত ২০২০ সালের Robo Soccer প্রতিযোগীতার পরবর্তীতে ২০২১ সালের অনলাইন Spark Fest এর পর এটিই ছিল রোবটিক ক্লাবের এবছরের প্রথম কোন আয়োজন। ক্লাবের জ্যেষ্ঠ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার্থীদের হাতে-কলমে রোবটিক্স এবং বট বানানোর বেসিকটুকু শেখানোর মাধ্যমে ১২টি টিম নিয়ে ৪টি গ্রুপে শুরু হয় এবারের মূল প্রতিযোগীতা। গত ৩১শে মার্চ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত এই প্রতিযোগীতায় গ্রুপ নির্বাচনী পর্ব, সেমি-ফাইনালের পরবর্তী ফাইনালে অংশগ্রহণকারী টিম দুটি ছিল Shadow Squad এবং VU_TubeLights. উক্ত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সমন্বয়কারী প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক আরিফা ফেরদৌসিসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং দর্শক শিক্ষার্থীরা। প্রতিযোগীতার শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল VU_TubeLights এর হুমাইদ কোরেশী, মোঃ হুমায়ন রশিদ, মোঃ খালিদ সাকিব এবং রানার আপ দল Shadow Squad এর কুমার শানু সরকার, মোসাঃ মালিয়া খাতুন, সামিউল হক ছাড়াও পুরো খেলায় সর্বোচ্চ গোলদাতা কুমার শানু সরকারকে প্রাইজমানি দিয়ে পুরষ্কৃত করেন। সবশেষে অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা " বল চুরি " তে প্রধান অতিথির বিজয়ি টিম এবং অনুষ্ঠানের সভাপতির রানার আপ টিমকে পুরষ্কৃত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।