বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই ডিপার্টমেন্টের উদ্যোগে গত ১৯ই মার্চ ,২০২২ তারিখে "Preparation for Accreditation from BAETE" শিরোনামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির মুল প্রশিক্ষক ও বক্তা ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,বাংলাদেশের(এআইইউবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের এসোসিয়েট ডিন প্রফেসর ডঃ মোঃ আব্দুর রহমান। ট্রেনিং সেশনে তিনি BAETE accreditation অর্জনের কর্মপদ্ধতি এবং Outcome Based Education (OBE) ভিত্তিক সিলেবাস প্রণয়নের বিষয়ে ধারণা ও কার্যকরী পরামর্শ প্রদান করেন। আয়োজিত ওয়ার্কশপের প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর ডঃ মোঃ ওসমান গনি তালুকদার। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আশিক মোসাদ্দেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ডঃ মোঃ আব্দুল গোফফার খান। এছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।