ছোট্ট স্বপ্নের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন।

ছোট্ট স্বপ্নের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ছোট্ট স্বপ্নের ৮ম বছর পদার্পণ উপলক্ষে আজ সকাল ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন প্রাঙ্গনে বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতিক কবুতর অবমুক্ত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান এবং ছোট্ট স্বপ্নের আহবায়ক ড. সুলতানা রাজিয়াসহ সকল মডারেটরবৃন্দ। উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের সভাপতি এস এম মেহেদী হাসান। উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক ছোট্ট স্বপ্নের নানাবিধ কার্যক্রম সম্পর্কে ইতিবাচক ধারণা প্রকাশ করেন এবং সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৪.০০ টায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও ছোট্ট স্বপ্নের সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় । এই সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদার। তিনি ছোট্ট স্বপ্নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রমজান মাসে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান ।