গত ১৯ শে এপ্রিল ফার্মেসী বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দের সারাদিন ব্যাপী বিসিএসআইআর, রাজশাহী পরিদর্শন সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের সন্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। বিভাগের সহাকারী অধ্যাপক তৃপ্তি রানী পাল, সহাকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, প্রভাষক নুজহাত তাসনিম আমীন এবং প্রভাষক জোত্যির্ময় বর্মন। শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন গ্রুপে সারাদিন ব্যাপী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার, রাজশাহী এর Fruit Processing & Preservation, Applied Botany, Applied Zoology, Fats & Oils, Central Laboratory, Drugs & Toxins, Natural Products, Fiber & Polymer শীর্ষক বিভাগ গুলো পরিদর্শন করে এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান অর্জন করেন।
বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ মনে করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো পুথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জনের এক অনন্য সমষ্টি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় উদ্বুদ্ধ করতে এই ধরনের আয়োজন অত্যান্ত কার্যকরী। তিনি মনে করেন বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণাগার গুলোর পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতায় বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, এবং বিভিন্ন গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করা সম্ভব, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের পাথেয় হিসেবে কাজ করবে।