গত ১২ এপ্রিল ২০২২, রোজ মঙ্গলবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত নবীন বরণ, ফার্মা বি ক্লাবের দায়িত্ব হস্তান্তর, অ্যালামনাই লোগো উম্মোচন এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার ও মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের সন্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মা বি ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক জ্যোতির্ময় বর্মন ও সাবেক কোষাধ্যক্ষ শাম্মী আক্তার এবং ফার্মা বি ক্লাবের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান ও নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রভাষক সানজিয়া মেহজাবিন সহ উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক খাদিজা খানম , সহকারী অধ্যাপক তৃপ্তি রানী পাল, সহকারী অধ্যাপক হাজেরা খাতুন , প্রভাষক নুজহাত তাসনিম আমীন। আরো উপস্থিত ছিলেন ফার্মা বি ক্লাবের ১৩ ও ১৪ তম এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ এবং বিভাগের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভাগের সন্মানিত কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তারান্নুম নাজ, এর পরে নবীন শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে বরন করে নেওয়া হয়। পরবর্তী পর্যায়ে ফার্মেসী বিভাগের ফার্মা বি ক্লাবের ১৩ তম এক্সিকিউটিভ কমিটির সাবেক সভাপতি জ্যোতির্ময় বর্মন নবনিযুক্ত ১৪ তম ফার্মা বি এক্সিকিউটিভ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্যের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক ফার্মেসী বিভাগকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাণ বলে আখ্যায়িত করেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কে দেশের সামনে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান সম্মত গবেষণা কাজের জন্য উদ্বুদ্ধ করেন। আরো বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ধর্ম ও বিজ্ঞান এর সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করেন , এছাড়াও তিনি বিজ্ঞানের আলোকে মানুষিক জীবনের বাস্তবিকতা তুলে ধরেন । অনুষ্ঠানের এ পর্যায়ে ফার্মেসী বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উম্মোচন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক ও কো-অর্ডিনেটর অধ্যাপক ড.তারান্নুম নাজ । অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অংশে মাননীয় উপ উপাচার্য মহোদয় ফার্মা বি ক্লাবের সাবেক সভাপতি ও কোষাধ্যক্ষ মহোদয়কে সম্মাননা পদক প্রদান করেন সাথে কমিটির সকল সদস্যদের সার্টিফিকেট প্রদান করেন । ক্লাবের সদস্য দের মধ্যে বিভিন্ন শ্রেনীতে বিশেষ অবদান রাখার জন্য সন্মাননা পুরস্কার প্রদান করেন । পুরস্কার বিতরণী এর শেষ পর্যায়ে বিভাগের শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সার্টিফিকেট প্রদান করেন ।
অনুষ্টানের সমাপনী বক্তব্যে বিভাগের সন্মানিত কো- অর্ডিনেটর অধ্যাপক ড.তারান্নুম নাজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জানান , তাদের মূল্যবান সময় প্রদান এর জন্য ও অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য । অনুষ্ঠানের পরিশেষে দোয়া ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।