গত ২১ মে, ২০২২ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় “1st Jamal Nazrul Islam National Conference 2022” । উক্ত সন্মেলনে দেশের ৭০ টির অধিক প্রতিষ্ঠান যোগদান করে । গবেষনা (Research) সংশ্লিষ্ট তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহনের সুযোগ ছিল সেগুলো যথাক্রমে Three Minutes Thesis, Oral Presentation এবং Poster Presentation । বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চারটি Research Group হতে সর্বমোট ৪টি Abstract সন্মেলনে Poster Presentation এর জন্য মনোনিত হয় । সেগুলো যথাক্রমেঃ
Group-01
Group members: Md. Arif Hossain, Mst. Sharmin Khatun, Md. Milton Hossain, Faisal Al Mamun, Md. Sabbir Hossain, Md. Humayan Kabir, Jaytirmoy Barmon, Tripti Rani Paul, Mst. Hajera Khatun*
Research Title: The knowledge and attitudes of Bangladeshi high school, college and university students towards Hepatitis B vaccines
Group-02
Group members: Md Maniruzzaman, Md. Missile Islam, Dr. Ekramul Islam
Research Title: Antibacterial and antibiotic-modifying activity of methanol extracts from three citrus fruit peel against multidrug-resistant human pathogen
Group-03
Group members: Md. Imtiaz Ahmmed, Mst. Ferdous Aktar Rima, Humira Atia, Sabiha Farjana, Md. Missile Islam, Jaytirmoy Barmon, Dr. Tarannum Naz*
Research Title: Evaluation of side effects of COVID-19 vaccines in the northern region of Bangladesh
Group-04
Group members: Md. Missile Islam, Mst. Naheda Islam, Md. Faisalul Haque, Mst. Hajera Khatun, Md. Ekramul Islam, Jaytirmoy Barmon*
Research Title: Self-medication social perception and over the counter (OTC) drugs use of Bangladeshi people
ফার্মেসী বিভাগের উল্লিখিত গ্রুপগুলো হতে শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব করে আরিফ, মিসাইল ও ইমতিয়াজ এবং প্রতিনিধি দলের সাথে ছিলেন বিভাগের প্রভাষক জ্যোতির্ময় বর্মন । সন্মেলনে অংশগ্রহনের সার্বিক বিষয়গুলো দক্ষতার সাথে পরিচালনা করেন বিভাগীয় কো-অর্ডিনেটর প্রফেসর তারান্নুম নাজ, পিএইচডি। ফার্মেসী বিভাগের প্রতিনিধি দল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার এবং উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে অনুমতি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য ।