গত ২৫ মে, ২০২২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ "Challenge in Career Planning and How to Overcome " নামক এক বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করে। উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম। যিনি বর্তমানে DBL Pharmaceuticals Ltd. এ মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ফার্মেসী বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ । এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
দুপুর ৩.৩০ মিনিটের দিকে ফার্মেসী বিভাগের প্রভাষক জ্যোতির্ময় বর্মনের সঞ্চালনায় সেমিনার আরম্ভ হয়। পরবর্তীতে সেমিনারের মূল বক্তা মোঃ রেজাউল করিম তার সুদীর্ঘ কর্মজীবনের আলোকে তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদানকালে তিনি ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং সেক্টরের চাকুরির সুযোগ সুবিধা, নিয়োগ প্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোকপাত করেন। বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেন। পরবর্তীতে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ সেমিনারের মূল বক্তা মোঃ রেজাউল করিমের হাতে ক্রেস্ট প্রদান করে তাকে সম্মানিত করেন। প্রফেসর ড. তারান্নুম নাজ তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের ফার্মাসিউটিক্যালস এ চাকুরীর উদ্দেশ্যে নিজেদেরকে গড়ে তোলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সমপন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বিভাগের সেমিনার এরেঞ্জমেন্ট কমিটি এবং ফার্মা- বি ক্লাব।