গত ২৫ শে মে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ আয়োজন করে ঔষধি বাগান পরিদর্শন ২০২২। উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন ফার্মেসী বিভাগের ১৫ তম ব্যাচের ৭০ জন শিক্ষার্থী এবং তাদের সাথে ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক তৃপ্তি রানী পাল, এবং প্রভাষক নুজহাত তাসনিম আমীন। নাটোর সদরে অবস্থিত লক্ষীপুরহাট এর খোলাবাড়িয়া এলাকায় মোঃ জয়নাল আবেদীনের হালিমা ভেষজ নার্সারি পরিদর্শন করেন তারা। ঔষধি বাগানে রয়েছে বিভিন্ন ধরনের প্রায় ৫০০ প্রজাতির ঔষধি গাছ। ঘৃতকুমারী, উলটচন্ডাল, থানকুনি, স্বর্নলতা, বাসক, লজ্জাবতী, পাথরকুচি, চিরতা ও নানা প্রজাতির উপকারী উদ্ভিদের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন মোঃ জয়নাল আবেদীন। ফার্মেসী বিভাগের এবং ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ জয়নাল আবেদীন এবং তার স্ত্রীকে কিছু শুভেচ্ছা উপহার দেয়া হয়। পরবর্তীতে মধ্যাহ্ন ভোজ এবং পরবর্তীতে নাটোরের উত্তরা গনভবনের ঔষধি কর্নার পরিদর্শনের মধ্যে দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে। বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ পুথিগত বিদ্যার পাশাপাশি পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে জ্ঞান আহরণ করার জন্য শিক্ষার্থীদের সবসময় উদ্বুদ্ধ করেন।