বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১ ২তম ব্যাচের Course Ending Day অনুষ্ঠিত ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১ ২তম ব্যাচের Course Ending Day অনুষ্ঠিত ।

ফার্মা-বি ক্লাবের আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১২তম ব্যাচের Course Ending Day অনুষ্ঠান গত ৮ জুন ২০২২ তারিখে সম্পন্ন হয়েছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর ও ফার্মা-বি উপদেষ্টা ড. তারান্নুম নাজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ, ১২তম ব্যাচের শিক্ষার্থীরা এবং ফার্মা-বি ক্লাবের প্রেসিডেন্ট ও কোষাধ্যক্ষ সহ কমিটির এক্সিকিউটিভ সদস্যবৃন্দ । বেলা ১২ টায় ফার্মা-বি ক্লাবের ভাইস  প্রেসিডেন্ট  সৌরভের সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান ।  অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তব্য প্রদান করে ১৩তম ব্যাচের শিক্ষার্থী এহাসান।  এবং ১২তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে সাবিহা তাদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করে । বিভাগের ফ্যাকাল্টিবৃন্দের মধ্য থেকে সহকারি অধ্যাপক তৃপ্তি রাণী পাল, সহকারি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, সহকারি অধ্যাপক সুলতানা রাজিয়া শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । অনুষ্ঠানের শেষভাগে  বিভাগের প্রভাষক জ্যোতির্ময় বর্মন ১২তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বারো জন শিক্ষার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের এই কৃতিত্বের জন্য বিভাগীয় কো-অর্ডিনেটর তাদের সার্টিফিকেট প্রদান করেন । বিভাগীয় কো-অর্ডিনেটর এবং ফার্মা-বি ক্লাবের  উপদেষ্টা ড. তারান্নুম নাজ তার বক্তব্য প্রদান করেন ।  সর্বোপরি তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।