বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক আয়োজিত BNQF ও BAC STANDARDS AND CRITERIA বিষয়ক কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশগ্রহণ

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক আয়োজিত BNQF ও BAC STANDARDS AND CRITERIA বিষয়ক কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশগ্রহণ

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল গত ২৯ ও ৩০ মে ২০২২ " BNQF ও BAC STANDARDS AND CRITERIA " শীর্ষক একটি কর্মশালা আয়োজন করে। উক্ত কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রভাষক আরিফুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বকুল হোসেন এবং ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক  মো. আশরাফুল ইসলাম  অংশগ্রহণ করেন। ২ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাউদ্দিন আহমেদ । এই কর্মশালায় অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস এবং BNQF নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন কাউন্সিলের সদস্য প্রফেসর এস এম কবির ও প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী । কর্মশালায় উচ্চ শিক্ষার মানোন্নয়নে BNQF ও BAC STANDARDS AND CRITERIA বাস্তবায়নকল্পে কী কী পদক্ষেপ গ্রহণ করলে তা ফলপ্রসূ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চ শিক্ষার গুণগত মান ঠিক রাখার জন্য অধিকতর গুরুত্ব প্রদানের জন্য দিকনির্দেশনা দেয়া হয়।