বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগে "ফার্মেসী প্রিমিয়ার লীগ" অনুষ্ঠিত।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগে "ফার্মেসী প্রিমিয়ার লীগ" অনুষ্ঠিত।

করোনাকালীন দীর্ঘ ৩ বছর পর বিরতির পর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগে "ফার্মেসী প্রিমিয়ার লীগ" অনুষ্ঠিত হয়েছে। গত ৩০-৩১ শে জুলাই ফার্মেসী বিভাগ, ফার্মা বি ক্লাব এই প্রিমিয়ার লীগের আয়োজন করে। গত ৩০ শে জুলাই সারাদিন ব্যাপী অনুষ্ঠিত মোট ৬ টি দলের নকআউট পর্ব এবং   গত ৩১ শে জুলাই সেমিফাইনাল রাউন্ড শেষে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় ২০ তম ব্যাচ  এবং ১৩ তম  ব্যাচ। গত ৩১ জুলাই  দুপুর ৩ঃ০০ ঘটিকায় ফাইনাল পর্বের শুভ উদ্বোধন করেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডঃ তারান্নুম নাজ এবং বিভাগের শিক্ষকমন্ডলী। উত্তেজনাময়, প্রাণবন্ত একটি ম্যাচ শেষে বিজয় লাভ করে ২০ তম ব্যাচ তথা ১ম সেমিস্টার। ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ এবং অনান্য শিক্ষকমণ্ডলী চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন। এছাড়াও "ম্যান অব ম্যাচ", "ম্যান অব টুর্নামেন্ট " ক্যাটাগরিতে  নির্বাচিত খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান করা হয়।