বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল আরডুইনো প্রজেক্ট এক্সিবিশন ২০২২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে অনুষ্ঠিত হয়ে গেল আরডুইনো প্রজেক্ট এক্সিবিশন ২০২২

০৩ অগাস্ট ২০২২, বুধবার সারাদিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগী ছিল, বিভাগের ১১তম সেমিস্টার অর্থাৎ ২০তম ব্যাচের  ১০৭ জন ছাত্রছাত্রীর ৪০ টি টিম, যার মধ্যে ২৫ টি টিম সিমুলেশনে প্রজেক্ট তৈরী করেছে এবং ১৫ টি টিম কাজ করেছে হার্ডওয়্যারে।  

সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের সিমুলেশনে তৈরী করা প্রজেক্ট এক্সিবিট করেছে, যেখানে তিনটি আলাদা টাইম স্লটে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের প্রভাষকবৃন্দ মোঃ নূর নবী, রাফি ইবনে সুলতান, মশিউর রহমান সুইট, ইপ্সিতা তাসনিম রাহা, সুমাইয়া তাসনিম, আল মুক্তাদির মুনেম, মোঃ ফয়সাল আল নাসের।
তাঁরা প্রতিযোগীদের যেমন প্রশ্ন দিয়ে জাজ করেছেন, তেমনি বিভিন্ন পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন।

দুপুর থেকে প্রায় সন্ধ্যা অবধি হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশনে সম্মানিত বিচারক ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক আরিফা ফেরদৌসী এবং রুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম।
 
প্রতিযোগীতা শেষে, সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময় জহিরুল ইসলাম স্যার যে কোন প্রজেক্ট করার সময় ডিভাইসের মূলতত্ত্ব জেনে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, হার্ডওয়্যারে আগ্রহী শিক্ষার্থীদেরকে রিসার্চের উদ্দেশ্যে যে কোন প্রয়োজনে তাঁর সাথে যোগাযোগের পথ অবারিত করে দেন, এবং ল্যাব-ক্লাসের ব্যস্ততার পাশাপাশি আরডুইনো প্রজেক্ট কমপ্লিট করার জন্য সবাইকে অভিনন্দন জানান।

উক্ত প্রতিযোগীতায় সিমুলেশন প্রজেক্ট ক্যাটেগরীতে প্রথম স্থান অধিকার করেছে মোঃ রাশিদ শাহরিয়ার চৌধুরী এবং নাফিসা ইয়াসমীনের টিম অ্যাপল।
হার্ডওয়্যার প্রজেক্ট ক্যাটেগরীতে প্রথম স্থান অধিকার করেছে মোঃ ইমান আলী, আব্দুল্লাহ তামিম এবং ওয়াদুদ জাহানের টিম ক্রিপটিক ফেট।

বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে বই তুলে দেন আরিফা ফেরদৌসী ম্যাডাম এবং জহিরুল ইসলাম স্যার।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আরিফা ফেরদৌসী ম্যাডাম শিক্ষার্থীদেরকে মানুষের উপকারে আসবে এমন ধরণের প্রজেক্ট নিয়ে কাজ করার সাথে সাথে হার্ডওয়্যারে উচ্চতর গবেষণার জন্য বিশেষভাবে উৎসাহিত করেন এবং সবাইকে অভিনন্দন জানিয়ে প্রজেক্ট এক্সিবিশনের সমাপ্তি ঘোষণা করেন।

আরডুইনো প্রজেক্ট এক্সিবিশন ২০২২ ইভেন্ট পরিচালনায় দায়িত্বে ছিলেন সিএসই বিভাগের প্রভাষক ইপ্সিতা তাসনিম রাহা এবং সুমাইয়া তাসনিম।