জার্নালিজম বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

জার্নালিজম বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে এক অনুষ্ঠানে এসব জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টটির জার্সি স্পন্সর করেছে স্বনামধন্য দেশীয় ব্র্যান্ড ‘ওয়ালটন’।

জার্নালিজম বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে জেসিএমএস সোলজার্স, জেসিএমএস ওয়ারিয়র্স ও জেসিএমএস রাইডার্স নামে তিনটি দল অংশ নিচ্ছে। বুধবার দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

জার্সি ও ট্রফি উন্মোচন করেন বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ। এসময় তিনি বলেন, এ টুর্নামেন্টকে কেবলই খেলা হিসেবে না দেখে আমাদের উচ্ছাস, তারুণ্য এবং আন্তরিকতার প্রকাশ হিসেবে দেখতে চাই। একইসাথে সবার সঙ্গে বন্ধুত্ব প্রকাশের মাধ্যম হবে এ টুর্নামেন্ট। তিনি আরও বলেন, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের তারুণ্যের যে সম্ভাবনা রয়েছে তারও বিকাশ ঘটবে বলে আমি মনে করি। আশা করছি টুর্নামেন্টে তিনটি দলই খুব দুর্দান্ত খেলবে।

টুর্নামেন্টের জার্সি স্পন্সর করায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে শাতিল সিরাজ বলেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষক রমজান আলী ও উজ্জ্বল হোসেন। এছাড়া খেলায় অংশগ্রহণকারী তিনটি দলের অধিনায়ক, খেলোয়াড়সহ  অন্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।