চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে এবং দেশবাসীর মধ্যে প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু ICT Olympiad Bangladesh এর।সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই অলিম্পিডের বিষয়ে ধারণা দিতে এবং অনলাইন, অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানাতে গত ৭ই আগষ্ট রবিবার বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েও একটি Campus Fest এর আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফায়জার রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রওনক আরা পারভীন এবং সিএসই বিভাগের প্রভাষক মোঃ মশিউর রহমান সুইট।সেমিনারটির আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এম্বাসেডর টিম মো: গোলাম মুরসালিন(লিডার), মোছা: নুসরাত জাহান আঁখি(কো-লিডার) এবং তাদের সদস্যবৃন্দ। যেখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ICTOBD এর জেলা টিমের সদস্যরাও অংশ নেয় এবং বক্তব্য প্রদান করে।