বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের E-Club এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৭ আগস্ট ২০২২ বুধবার, ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স বিল্ডিং এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন অত্র বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান, সহকারী অধ্যাপক ড. মল্লিকা মিত্র এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
ঘোষিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা সুলতানা এবং কাউন্সেলর হিসেবে রয়েছেন প্রভাষক মোঃ শামসুজ্জামান হৃদয় ও প্রভাষক মোঃ ইয়াহ-ইয়া উল হক। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইইই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী সাদ আল আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইইই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ তৌকির আহম্মেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ জুবায়ের মাহমুদ (২৩তম ব্যাচ), সহ-সভাপতি মোঃ ওয়াসিক উদ্দিন (২৪তম ব্যাচ), যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া হক (২২তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল আহমেদ (২৩তম ব্যাচ), কোষাধ্যক্ষ মোঃ মেজবাহুল ইসলাম (২২তম ব্যাচ), ইভেন্টস সেক্রেটারি আরাফাত ইসলাম (২২তম ব্যাচ), সহ ইভেন্টস সেক্রেটারি সাইফুল ইসলাম (২৪তম ব্যাচ), প্রেস সেক্রেটারি শাহাদাত হোসেন (২৯তম ব্যাচ), দপ্তর সম্পাদক নাজমুল হোসেন (২৯তম ব্যাচ), কমিউনিকেশনস সেক্রেটারি সারাফ আনিকা ইসলাম (২৯তম ব্যাচ)।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ শাকিকুর(২৯তম ব্যাচ), মোঃ মেহেদী হাসান(২৯তম ব্যাচ), জিহাদ খান(২৯তম ব্যাচ), ইবতেসাম মাহফুজ(২৯তম ব্যাচ), মোসাঃ উম্মে কুলসুম(২৯তম ব্যাচ), মাহবুবা খাতুন(২৯তম ব্যাচ), মোঃ নাইমুর রহমান দুর্জয়(২৯তম ব্যাচ), এ কে এম নেয়াজুল করিম(২৯তম ব্যাচ), আসাদুজ্জামান অনিক(৩০তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।