বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২২ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২২ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে MARXIAN RIDERS কে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে INTERACTIONIST SOLDIERS । 

২১ ও ২২ আগস্ট ২০২২ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে চারটি দলের (MARXIAN RIDERS, INTERACTIONIST SOLDIERS, FUNCTIONALIST WARRIORS, WEBERIAN GLADIATORS) মধ্যে ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

২১ আগস্ট দুপুর ৩.০০ টায় খেলার উদ্বোধন করেন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফয়জার রহমান। দিনের প্রথম ম্যাচে INTERACTIONIST SOLDIERS মুখোমুখি হয় FUNCTIONALIST WARRIORS। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় FUNCTIONALIST WARRIORS। নকআউট পর্বের প্রথম ম্যাচে INTERACTIONIST SOLDIERS ১২ ওভারে ১১৬ রানের জবাবে ৪০ রানে শেষ হয় FUNCTIONIST WARRIORS এর ইনিংস । দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে টস জিতে WEBERIAN GLADIATORS ৫৮ রানের টার্গেট ছুড়ে দেয় প্রতিপক্ষ MARXIAN RIDERS এর উদ্দেশ্যে। প্রতিপক্ষ দল ৫ উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়।

২২ আগস্ট সোমবার বিকেল ৪টায় অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় INTERACTIONIST SOLDIERS । নির্ধারিত ১২ ওভার শেষে ৮১ রানে শেষ হয় MARXIAN RIDERS এর ইনিংস । ৮২ রানের টার্গেট তাড়া করতে ব্যাটিং এ নেমে INTERACTIONIST SOLDIERS ১ ওভার হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় ।

ফাইনাল ম্যাচ শেষে বিকেল সাড়ে ৫ টায় বিজয়ী INTERACTIONIST SOLDIERS হাতে ট্রফি তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফয়জার রহমান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মো. রাশিদুল ইসলাম হৃদয়, ম্যান অব দ্যা সিরিজ হন যৌথভাবে বিভাগের শিক্ষার্থী মো. পারভেজ হাসান ও আবু হাসান আল রিয়াদ, সেরা ফিল্ডার হন যৌথভাবে বিভাগের সম্মানিত শিক্ষক মো. আরিফুল ইসলাম ও কেশব চন্দ্র বিশ্বাস, সর্বোচ্চ রান সংগ্রহকারী হন বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মো. আরিফুল ইসলাম এবং সর্বোচ্চ উইকেট শিকারী হনে বিভেগে মাস্টার্স ২য় সেমিস্টারের ছাত্র মো. পারভেজ হাসান। তাদের সকলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফয়জার রহমান বলেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল খুবই দুর্দান্ত খেলেছে। বিজয়ী দলসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এ টুর্নামেন্ট শুধুই বিনোদন নয় বরং এমন আয়োজন শিক্ষার্থীদের শারিরীক ও মানসিকভাবে কর্মক্ষম রাখে, তাদের মধ্যে নতুন উদ্যোম জোগায়, সকলের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আজ এই টুর্নামেন্টের মধ্য দিয়ে তারুণ্যের উচ্ছাসের জয় হয়েছে। আগামীতেও শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগ নিবে বলে আশা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন-বিভাগের শিক্ষক মোছা. শারমীন আক্তার, মোছা. তানিয়া মাহ্জাবিন, মো. আরিফুল ইসলাম, রওনক আরা পারভীন, মো. বকুল হোসেন, ড. নিবেদিতা রায়, জামিল হোসেন, কেশব চন্দ্র বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. মরিরুজ্জামান মৃধা, প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিভাগের কর্মকর্তা,কর্মচরী ও শিক্ষার্থীবৃন্দ।