গত ১৪ আগস্ট ২০২২ রোজ রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বাঙালির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ এর ৬ দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ -এ অর্জিত বাঙালীর কাঙ্খিত স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে বঙ্গবন্ধুর অবদান শিক্ষার্থীরা যেন বিস্তারিতভাবে জানতে পারে সে লক্ষ্যেই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।উক্ত রচনা প্রতিযোগিতা পরিদর্শন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান। এছাড়াও উক্ত রচনা প্রতিযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সর্বোপরি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত হয়।