গত ২৩ শে আগষ্ট অনুষ্ঠিত হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত "Instant Speech Competition" উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন, ১ম হতে ৮ম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ এবং বিচারক হিসেবে ছিলেন বিভাগের প্রভাষক সানজিয়া মেহজাবিন এবং সাদ আহমেদ সামি। সমসাময়িক এবং ফার্মেসী সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী নিয়ে আয়োজিত এই উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ তার বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি পার্সোনাল এবং প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি৷ স্বল্প পরিসরে শুরু হলেও এই ধরনের আয়োজন বিভাগে অব্যাহত থাকবে। প্রতিযোগিতায় দুইজন শিক্ষার্থী কে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে ১ম এবং ২য় স্থান ঘোষণা করা হয়। ১ম স্থান অধিকারী হলেন, মেহেদী হাসান, ৭ম সেমিস্টার (আইডিঃ 192211007) এবং ২য় স্থানে রয়েছেন মোঃ মাসুম শাহ, ১ম সেমিস্টার (আইডিঃ 222211010)