গতকাল ২৯ শে আগষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগ আয়োজন করে "Pharma Jobs and Way to Reach" শীর্ষক সেমিনার। সেমিনারে অংশগ্রহণ করেন ফার্মেসী বিভাগের ১ম হতে ৮ম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের ৩য় ব্যাচের অ্যালামনাই শিক্ষার্থী মোঃ বখতিয়ার সরকার। মোঃ বখতিয়ার সরকার বর্তমানে অপসোনিন ফার্মা লিমিটেড শীর্ষক প্রতিষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। উনি তার বক্তব্যে বর্তমান ফার্মা মার্কেট এ ক্যারিয়ার গড়তে চাইলে নিজেকে কিভাবে প্রস্তত করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে নিজেদের দক্ষতা বৃদ্ধি করা উচিত এইসকল বিষয়ে আলোচনার পাশাপাশি নিজের অভিজ্ঞতা ও কিছু টিপস এবং ট্রিকস সকলের সাথে আলোচনা করেন। ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ বলেন, শিক্ষার্থীরা যখন তাদের অ্যালামনাইদের অভিজ্ঞতা সম্পর্কে জানবে তখন তারা তাদের ক্যারিয়ার গঠনে আরো বেশি সচেষ্ট এবং মনোযোগী হবে। তাই তিনি মনে করেন এই ধরনের প্রশ্ন-উত্তর সেশন আয়োজনের মাধ্যেমে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।