গত ৩০ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১ম ও ১২তম সেমিস্টারের শিক্ষার্থীরা পাঠ্যসূচির অংশ হিসেবে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম পরিদর্শন করেন এবং বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম পরিদর্শন শেষে তারা খড়খড়িতে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসও ভ্রমণ করে।
মূলত প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের জন্য সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সভ্যতা, বিভিন্ন শাসকগোষ্ঠী, প্রাচীন বাংলার মানুষের দৈন্দন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।
এসময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মোসা. তানিয়া মাহজাবিন, মো. আরিফুল ইসলাম, মো. বকুল হোসেন, ড. নিবেদিতা রায়, মো. জামিল হোসেন, ও কেশব চন্দ্র বিশ্বাস।