বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর প্রোগ্রামসমূহের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক অনুমোদনের লক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে সেপ্টেম্বর ২১ ও ২২, ২০২২ তারিখ আইকিউএসি এর তত্ত্ববধানে দুই দিনের একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। ওয়ার্কশপের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “স্ব-মূল্যায়ন ও শ্রেণী ব্যবস্থাপনা”। ওয়ার্কশপটি উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও আইকিউএসি এর পরিচালক(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। ওয়ার্কশপের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও প্রাক্তন অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) ড. মো. জাহানুর রহমান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুল্লাহ। প্রধান বক্তাগণ তাদের বক্তব্যে অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এবং আবেদনের পদ্ধতি আলোচনা করেন।