গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২২, শনিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ "বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২২" উদযাপন করে। আজকের এই আয়োজনের প্রারম্ভে সকাল ৯.৩০ মিনিটে বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থী দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র্যালী তালাইমারী ভবন থেকে কাজলা ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রশাসনিক ভবনে সম্মুখে বেলুন এবং পায়রা উড়ানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতার শুভসূচনা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক এবং ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ সহ উপস্থিত বিভাগের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
পরবর্তীতে সকাল ১১.৩০ মিনিটে ফার্মেসী বিভাগে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিনুর রহমান (এজিএম, প্লান্ট ইন চার্জ, টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড), গেস্ট অব অনার হিসেবে ছিলেন ড. মামুনুর রশিদ (প্রফেসর, ফার্মেসী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)। সেমিনার এর সভাপতিত্ব করেন কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ এবং সঞ্চালনা করেন ফার্মেসী বিভাগের প্রভাষক সানজিয়া মেহজাবিন ও সাদ আহমেদ সামি।
সেমিনারের শুরুতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস এর তাৎপর্য সম্পর্কিত একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়াও দেশ ও বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের পাঠানো বিশ্ব ফার্মাসিস্ট দিবস এর শুভেচ্ছা বার্তা প্রদর্শন করা হয়। ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বের সকল ফার্মাসিস্টদের যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন,
Dr. Shah Alam Bhuiyan RPh. (Pharmacist in Charge and Owner, Star Pharmacy, Warren, Michigan, USA. Former University Faculty of IUPUI (USA), UTokyo (Japan), RU (Bangladesh))
Dr. Md. Mohiuddin (Head of Quality & Regulatory, Globe Biotech Limited)
Dr. Md. Abu Zafor Sadek (Assistant General Manager, UniMed UniHealth Pharmaceuticals Limited, Ex-Consultant, The World Bank)
এছাড়াও ফার্মেসী বিভাগের অ্যালামনাই শিক্ষার্থীদের মধ্যে থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন Samiul Bashar (1st Batch), Md. Monjur Hossain (2nd Batch), Md. Al-Amin (5th Batch)
এই পর্যায়ে বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক তিনি তার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে ফার্মাসিস্টদের গুরুত্ব এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্ব ফার্মাসিস্ট দিবস এর ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপনের অগ্রপথিক হিসেবে উল্লেখ করেন। সেমিনারের বিশেষ অতিথি আমিনুর রহমান টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট এবং এর ভবিষ্যৎ বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন নিয়ে আলোকপাত করেন। সেমিনারের সম্মানিত অতিথি ড. মামুনুর রশিদ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফার্মাসিস্টদের অবস্থান সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. তারান্নুম নাজ, তার বক্তব্যে বিভিন্ন ফার্মাসিটিউক্যাল কোম্পানীতে ছাত্রছাত্রীদের গবেষণার গুরুত্ব ও বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্ট এর প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন। সবশেষে তিনি বিশ্বের সকল ফার্মাসিস্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মঙ্গল কামনা করেন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
সেমিনারের ২য় ভাগে. Pharmacy Education: Higher study Perspective শীর্ষক সেমিনারে শিক্ষার্থীদের সাথে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক দিক নির্দেশনা মূলক আলোচনা করেন জহুরুল ইসলাম মুন, পিএইচডি ফেলো, ইউনিভার্সিটি অব লিসবন, পর্তুগাল।
সবশেষে প্রফেসর ড. তারান্নুম নাজ অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে আজকের এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।