স্থায়ী ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সভা অনুষ্ঠিত

স্থায়ী ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সভা অনুষ্ঠিত

গতকাল ১৫ অক্টোবর ২০২২(শনিবার), সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের সভা কক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের মহাপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও নির্মাণ অবস্থার অগ্রগতি নিয়ে ট্রাস্টের সদস্যবৃন্দের সাথে মত বিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব এ.কে.এম. কামরুজ্জামান খান, ট্রাস্টের কোষাধ্যক্ষ মো. জহুরুল আলম। উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত সদস্য সাবরিনা বারী, কামরুন রহমান খান, সিমা রহমান, মোসাম্মাৎ রাশিদুন আরা হাসনিন, মোহাম্মদ আলী দ্বীন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় ২০২৩ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সম্মানিত সদস্যরা তাঁদের নিজ নিজ ধারণা থেকে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

উল্লেখ্য, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের মহাপরিকল্পনার আলোকে রাজশাহী জেলার পবায় খড়খড়ি বাইপাস এলাকায় প্রায় ৪০ বিঘা জায়গাজুড়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।