আইন ও মানবাধিকার বিভাগের ফল ২০২২ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত

আইন ও মানবাধিকার বিভাগের ফল ২০২২ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত

গত ১৩ অক্টোবর,২০২২ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসে আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত ফল-২০২২ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ ওসমান গনি তালুকদার স্যার, বিশেষ অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ ফায়জার রহমান স্যার। আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর সন্মানিত রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল স্যার, অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন আইন ও মানবাধিকার বিভাগ এর মাননীয়  কো-অর্ডিনেটর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার। বিভাগের সন্মানিত শিক্ষক মন্ডলী ও উক্ত বিভাগের শিক্ষার্থী বৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের দুইজন শিক্ষার্থী, জুবায়ের আহমেদ ও দীপাবলি মৈত্র। অনুষ্ঠানে আরম্ভ হয় অতিথি এবং নবীনদের পুষ্প অভ্যর্থনার মাধ্যেমে বরণ করে নেয়ার মধ্যে দিয়ে। প্রথমেই শিক্ষার্থীদের পক্ষে তাদের মূল্যবান বক্তব্য রাখেন পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী নাফিসা আক্তার। তিনি সকল   শিক্ষার্থীর পক্ষ থেকে নবীনদের উষ্ণ স্বাগতম জানান এবং সহোযোগিতার আশ্বাস দেন। এরপর আইন ও মানবাধিকার বিভাগের দুইজন শিক্ষক মাসরুর আব্দুল্লাহ আবিদ স্যার এবং রায়হানুজ্জামান সোহান স্যার সুন্দর প্রেজেন্টেশন এর মাধ্যমে উক্ত বিভাগের নিয়ম- কানুন ও একাডেমিক কারিকুলামসহ পরীক্ষার পদ্ধতি সম্পর্কে নবীনদের মাঝে বিস্তৃত আলোচনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে মূল্যবান বক্তৃতা নিয়ে আসেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যার জনাব সুরঞ্জিত মণ্ডল। তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের সহযোগিতা ও সুবিধা প্রদানের আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে। আইন ও মানবাধিকার বিভাগের নবীন বরণ অনুষ্ঠানের এ পযার্য়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ ফায়জার রহমান স্যার, তিনি বক্তব্যের শুরুতেই নবীনদের স্বাগত জানান এবং দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তারপর মহা মূল্যবান বক্তব্য নিয়ে আসেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আজকের নবীন বরন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর সন্মানিত উপাচার্য প্রফেসর ডঃ ওসমান গনি তালুকদার স্যার, তিনি নবীনদের উদ্দেশ্যে তার বাস্তব জীবনের কিছু শিক্ষণীয় কিছু সাবলীল দিক তুলে ধরেন যা উচ্চ শিক্ষা অর্জনে তাদের অনুপ্রাণিত করবে।

নবীন বরণ অনুষ্ঠানের শেষ পযার্য়ে দিকনির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের আইন ও মানবাধিকার বিভাগ এর মাননীয়  কো-অর্ডিনেটর এবং অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যার, তিনি অত্যন্ত প্রাঞ্জল, তথ্যবহুল এবং উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং জীবনের মূল্যবোধ তৈরি, জীবনকে পরিশীলিত করে গড়ে তোলা এবং উদাহরণ হিসাবে নিজেকে আলোকিত মানুষে পরিণত করতে নবীনদের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরেন স্যার। পরিশেষে, কিভাবে জীবনের লক্ষ্য অর্জন করে সফল হওয়া যায়, সে বিষয়ে মাননীয় কো-অর্ডিনেটর স্যার সবাইকে বিপুলভাবে উৎসাহিত করেন। সবশেষে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ এবং আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকবৃন্দকে খুব উৎসাহের সাথে আলোকিত মানুষ হবার প্রচেষ্টা চালিয়ে যাবার প্রেরণা প্রদান করে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন। আলোচনা সভা শেষে আইন ও মানবাধিকার বিভাগের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।