ব্যবসায় প্রশাসন বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনালে তৃতীয় বর্ষ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম বর্ষ। গতকাল, অক্টোবর ২৩ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গ্রুপ পর্বের খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যথাক্রমে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ ফাইনালে অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে প্রথম বর্ষ ৮ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে তৃতীয় বর্ষ ১০ উইকেট হারিয়ে ৬৪ রান করতে সমর্থ হয়। ফলে প্রথম বর্ষ ৫১ রানের বড় ব্যবধানে বিজয়ী হয়।
খেলার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন। প্রধান অতিথি গ্রুপ পর্বের ছয় ম্যাচের “ম্যান অব দ্যা ম্যাচ” এবং ফাইনাল ম্যাচের “ম্যান অব দ্যা ফাইনাল” কৃতিত্ব অর্জনকারি খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন। ফাইনাল ম্যাচে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দেখিয়ে ৩৪ বলে ৬৬ রান করে প্রথম বর্ষের সিয়াম “ম্যান অব দ্যা ফাইনাল” পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে প্রধান অতিথি তৃতীয় বর্ষ ক্রিকেট দলকে রানার আপ ট্রফি এবং প্রথম বর্ষ ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন।
এ সময় বিভাগের সহকারী অধ্যাপক আতিয়া আহমেদ, অনিমা কর্মকার, মৌসুমী সুলতানা, রেজাউল করিম, প্রভাষক আশরাফুল ইসলাম নাহিদ হাসান, তমাল চক্রবর্তী, আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।