বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের ১৮ ও ১৯ তম ব্যাচের নাটোরের ঔষধি বাগান পরিদর্শন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের ১৮ ও ১৯ তম ব্যাচের নাটোরের ঔষধি বাগান পরিদর্শন

গত ৫ নভেম্বর ২০২২ ইং তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৮ ও ১৯ তম ব্যাচ যৌথভাবে ফার্মেসি বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. তারান্নুন নাজ ( পি.এইচ.ডি অস্ট্রেলিয়া) ম্যাডামের উৎসাহে নাটোরের হযরতপুরের ঔষধি বাগান সফরে যায় । এই ঔষধি বাগান সফরের সার্বিক তত্ত্বাবধায়ন করেন  ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক খাদিজা খানম, সহকারি অধ্যাপক ড.মোসাঃ হাজেরা খাতুন এবং প্রভাষক সাদ আহমেদ সামি । ঔষধি বাগানটিতে বাগানের মালিক জয়নাল আবেদিন, ছাত্র ও ছাত্রীদের মাঝে উনার বাগানের গাছগুলোর নাম ও তাদের ঔষধি গুণাগুণ সম্পর্কে বিবৃতি দেন । তার মধ্যে কিছু গাছ হল লাল রোজেলা, সাদা রোজেলা, রক্তচন্দন, রক্তকবরি, সিঁদুর , লাল চিতা, গাম তুলসি, পানবিলাস, জিনুলা, করচল, হরিণ পায়া, কারিপাতা, বরন, লিথা তেল, পানবিলাস ইত্যাদি। বিবৃতি শেষে ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক খাদিজা খানম, সহকারি অধ্যাপক ড.মোসাঃ হাজেরা খাতুন এবং প্রভাষক সাদ আহমেদ সামি বাগান মালিক জয়নাল আবেদিনের হাতে কিছু উপহার তুলে দিয়ে উক্ত বাগান হতে বিদায় নেন ।