বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও বিডিরেন-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও বিডিরেন-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গত ৯ নভেম্বর বুধবার, বিকাল ৪ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক(বিডিরেন)-এর মধো একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক(বিডিরেন) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে ভূগর্ভস্থ ফাইবার সংযোগ প্রদান, বিটিসিএল- এর মাধ্যমে ভিপিএন ব্যাকআপসহ ১জিবিপিএস-এর ইন্টারনেট ব্যান্ডউইথ প্রদান, আইপি-টেলিফোনি গেটওয়ে পরিষেবা প্রদান, ভিডিআই সেবা প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং মাল্টিপারপাস হলের জন্য ডিজাইন এবং পরামর্শ প্রদান, বিডিরেন-এর ডেটা সেন্টারে অ্যাপ্লিকেশন হোস্ট করার জন্য ভিপিএস প্রদান এবং ই-ফাইল সিস্টেম প্রদান করবে। এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক(বিডিরেন)-এর এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিডিরেন-এর সিইও জনাব মোহাম্মদ তাওরিত। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্ল্যা, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের উপ-পরিচালক মো. সিরাজুর রহমান ও আইটির উপ-পরিচালক মো. ফরিদুজ্জামান খান।