বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল (ইইই) বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ গত ১৫ই নভেম্বর ২০২২, খড়খড়িয়াতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দেক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ফাইজার রহমান এবং রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইইই বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর জনাব প্রফেসর ড. মোঃ আব্দুল গোফফার খান। এছাড়া ইইই বিভাগের সহকারী অধ্যাপিকা রেজওয়ানা সুলতানাসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম ভাগে আমন্ত্রিত অতিথিরা তাদের আসন গ্রহণ করেন। তারপর বিভাগের প্রবীণ শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর প্রবীণ ব্যাচের পক্ষ থেকে ২৪ তম ব্যাচের মোঃ আব্দুল আউয়াল নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। ৩১ তম ব্যাচের পক্ষ থেকে শিক্ষার্থী কাওসার মাহমুদ তাদের বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের পথ চলার কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম কানুন ও বিশ্ববিদ্যালয় প্রদত্ত বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি নিয়ে সংক্ষেপে বক্তৃতা রাখেন ইইই বিভাগের প্রভাষক নাসরুল্লাহ মাসুদ। ইইই বিভাগ নিয়ে নব নির্মিত একটি প্রমোশনাল ভিডিও অনুষ্ঠানে প্রদর্শিত হয়। এরপর নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডল । তিনি নবীন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার উপদেশ দেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দেক তার বক্তব্যে নতুন শিক্ষার্থীদের শুভকামনা জানান । তাদের বিশ্ববিদ্যালয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদেরকে চতুর্থ শিল্প বিপ্লব এবং অনলাইন ভার্চুয়াল জগতে দক্ষ মানবসম্পদরূপে নিজেকে প্রস্তুত করতে আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্য শেষে ইইই বিভাগের প্রভাষক মোছা: শিউলি আক্তার বিভাগের বিভিন্ন কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ অর্জনগুলোর সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। এছাড়া ১২ তম সেমিস্টারের শিক্ষার্থী মো. আরিফ রায়হান বিভাগের ক্রীড়া কার্যক্রম এবং বিভিন্ন ক্রীড়া দলের সদস্যদের পরিচয় তুলে ধরে | আলোচনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি কো-অর্ডিনেটর তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব প্রশিক্ষন মূলক জ্ঞানার্জনের প্রতি গুরুত্বারোপ করেন। আমন্ত্রিত অতিথিদের কেক কাটার মাধ্যমে প্রথম পর্বের সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের দ্বিতীয়ভাগে ইইই বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বোপরি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।