বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ১৭ই নভেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০.০০ টা। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চত্ত্বরে সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও স্নাতক এবং স্নাতকোত্তর সমাপনী সংবর্ধনার আয়োজন করা হয়।
সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রওনক আরা পারভীনের সঞ্চালনায় বিভাগীয় প্রধান জনাব প্রফেসর ড. মো. ফয়জার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, প্রফেসর মো. শহীদুর রহমান (ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ), ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণের লক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নবম সেমিস্টারের শিক্ষার্থী শান্ত ইসলাম। প্রথম সেমিস্টার হতে অনুভূতি ব্যক্ত করেন নুশরাত আক্তার। স্নাতক ডিগ্রী অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ আতকিয়া। স্নাতকোত্তর শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মনিরুল ইসলাম বিভাগ সম্পর্কে তাঁর বক্তব্যের মাধ্যমে অনূভূতি প্রকাশ করেন।
সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সুরঞ্জিত মন্ডল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের প্রশাসনিক সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো.শহীদুর রহমান শিক্ষার্থীদের শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনে প্রয়াসী হতে বলেন।
গবেষণা অনুরাগী মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক সমাজবিজ্ঞানের সকলকে 'সমাজবিজ্ঞানী' সম্বোধন করে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করেন এবং প্রতিযোগিতার-বিশ্বে তরুণ প্রজন্মকে স্যোশাল মিডিয়ার যথাযথ ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
প্রথিতযশা পদার্থবিদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এম. ওসমান গনি তালুকদার শিক্ষার্থীদের একাগ্র, নিয়মানুবর্তী, ধৈর্য্যশীল এবং পরিশ্রমী জীবনযাপনে প্রতিশ্রুতিশীল হতে দিক-নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘোষণা করেন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফয়জার রহমান।
পরবর্তী পর্বে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা, গম্ভীরা, অভিনয় পরিবেশিত হয়। র্যাম্প-এর মাধ্যমে সমাজবিজ্ঞানী কার্ল-মার্কস প্রদত্ত সমাজ বিকাশের পাঁচটি স্তরঃপরিবেশিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. নিবেদিতা রায়, কেশব চন্দ্র বিশ্বাস এবং মো. আরিফুল ইসলাম ভিন্ন ভিন্ন গান পরিবেশন করেন। শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনটি আনন্দময় হয়ে ওঠে।