গত ২০ নভেম্বর (রবিবার) ২০২২, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফল ২০২২ সেশনে ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, প্রফেসর মো. শহীদুর রহমান (ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ), ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভাগের নবীন শিক্ষার্থীগণ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে তাঁদের অনুভূতি ব্যাক্ত করে। বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সম্পর্কিত নিয়মকানুন জানানো হয়। তারপর প্রধান ও বিশেষ অতিথিগণ তাঁদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সম্মানিত রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল শিক্ষার্থীদের অধুনিকতার স্পষ্ট ধারণা দিয়ে উচ্চশিক্ষার জন্য নিজেকে গড়ে তোলার কথা বলেন। প্রফেসর মো. শহীদুর রহমান মহান রাষ্ট্রবিজ্ঞানি সক্রেটিস ও এরিস্টটলের বরাত দিয়ে শিক্ষার্থিদের পূন্যবান হয়ে জ্ঞান আহরণের আহ্বান জানান। এছাড়া প্রফেসর ড. মো. ফয়জার রহমান শিক্ষার্থীদের সময়ানুবর্তি হবার উপদেশ দেন। অতপর সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক রাষ্ট্রবিজ্ঞানকে সরকারী চাকুরির প্রতদ্বন্দিতা মূলক পরীক্ষার দৌড়ে এগিয়ে রেখে ছাত্র-ছাত্রিদের এই সুবিধা গ্রহণে সচেষ্ট হতে বলেন। এবং বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার নবীন শিক্ষার্থীদের মহান বিজ্ঞানী স্যার জগদিস চন্দ্রবসূর কথা স্বরণ করিয়ে দেন এবং তাঁর থেকে অনুপ্রেরণা অর্জন করে বিশ্বমঞ্চে বাঙালী ছাত্রদের নেতৃত্ব প্রদানের আহ্বান জানান। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রিদের তথ্য প্রযুক্তির সুবিধাগুলোকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে নিয়োজিত হতে বলেন। অবশেষে বিভাগের প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রথম অংশের সমাপ্তি ঘোষনা করেন।
মধ্যাহ্ন ভোজের পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।